Meetings

লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি সহ ৯ টি লায়ন্স ক্লাবের ৩ দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পের শুভ উদ্ভোধন । ===================== গতকাল ৪ নভেম্বর রবিবার সকাল ১০টায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউশন কলেজ নাসিরাবাদে লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি সহ ৯ টি লায়ন্স ক্লাবের ৩ দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পের শুভ উদ্ভোধন করেন ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন কাজী আকরাম উদ্দিন আহমদ পিএমজেএফ, প্রধান অতিথি জেলা গভর্নর লায়ন নাসির উদ্দিন চৌধুরী এমজেএফ, স্বাগত বক্তব্য দেন ফাস্ট জেলা গভর্নর লায়ন মুসতাক হুসাইন পিএমজেএফ, বিশেষ অতিথি ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুন মালেক এমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য পিএমজেএফ এবং কেবিনেট নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, ৯টি ক্লাব নেতৃবৃন্দসহ লিবার্টি ক্লাবের রিজিওনাল চেয়ারপার্সন লায়ন নুরুল আলম বাচ্চু, জোন চেয়ারপার্সন লায়ন মো নাজমুল হক, ক্লাব সভাপতি লায়ন কাজি আলি আকবর জাসেদ, ক্লাব সেক্রেটারি লায়ন এড. মোঃ সরোয়ার হোসাইন লাভলু, উপদেষ্টা লায়ন এ এস থানাসি, সহ সভাপতি লায়ন মুজিবুল হক সোহেল, লিও ক্লাব সভাপতি লিও ইয়াকুব খান।

আমরা গর্ভিত লায়ন। আমরা সারা বিশ্বে ১৪ লক্ষের ও বেশী লায়ন সদস্য দিনরাত ২৪ ঘন্টা সেবামূলক কাজ করে যাচ্ছি। --- লায়ন নুরুল আলম বাচ্চু =========================== আজ ৫ নভেম্বর ২০১৮ ইং নগরীর আগ্রাবাদস্থ হোটেল দি ল্যান্ড মার্কে লায়ন ক্লাব অব চিটাগাং লিবার্টির সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদের সভাপতিত্বে ও লায়ন ক্লাব অব চিটাগাং লিবার্টির সেক্রেটারি লায়ন এড. মুঃ সরোয়ার হোসাইন লাভলুর সঞ্চালনায় লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি বোর্ড মিটিং সম্পন্ন হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিউনাল চেয়ারপার্সন লায়ন নুরুল আলম বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন মোঃ আব্দুল মান্নান। সভায় লায়ন এড. মোঃ সরোয়ার হোসাইন লাভলুকে ডিষ্ট্রিক্ট অবজারভার মনোণীত হওয়ায় ও লায়ন মোঃ আব্দুল মান্নান দ্বিতীয় মেয়াদের ডিষ্ট্রিক্ট চেয়ারপার্সন মনোণীত হওয়ায় ও লিও সভাপতি মোঃ এয়াকুব খান লিও ডিষ্ট্রিক্ট ও লায়ন ডিষ্ট্রিক্টের অধীন অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করায় তাদেরকে ফুল দিয়ে সম্বর্ধিত করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে লায়ন নুরুল আলম বাচ্চু বলেন আমরা গর্ভিত লায়ন। আমরা সারা বিশ্বে ১৪ লক্ষের ও বেশী লায়ন সদস্য দিনরাত ২৪ ঘন্টা সেবামূলক কাজ করে যাচ্ছি। লায়ন ক্লাব অব চিটাগাং লিবার্টির সদস্যদেরকে ও আরো বেশী সেবামূলক কাজ করে গরীব দূঃখী, সুবিধা বঞ্চিত মানুষের সেবা করার আহবান জানান। সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন ক্লাব অব চিটাগাং লিবার্টির সহ-সভাপতি লায়ন মজিবুল হক সোহেল, লায়ন ক্লাব অব চিটাগাং লিবার্টির ট্রেজারার লায়ন শেখ মোঃ সামিদুল হক, লায়ন ক্লাব অব চিটাগাং লিবার্টির ক্লাব ডাইরেক্টর লায়ন মুহাম্মদ শাহজাহান, লায়ন ক্লাব অব চিটাগাং লিবার্টির ক্লাব ডাইরেক্টর লায়ন এ.এস. থানাসী, লিও ক্লাব অব চিটাগাং লিবার্টির সভাপতি লিও মোহাম্মদ এয়াকুব খান প্রমুখ।

Lions Clubs International News
Connect with Us Online
Twitter